আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

জেলায় জেলায় চলছে শ্যামা পূজোর প্রস্তুতি

RN ওয়েব ডেস্কঃ- হাতে আর কয়েক দিন তার পরেই আপাময় বাঙালি মেতে উঠবে শ্যামা মায়ের আরাধনায়। তাই এখন চরম ব্যস্ততা ছোট থেকে বড় সব পূজো কমিটি গুলির মধ্যে। উত্তর দিনাজপুর জেলার বিগ বাজেট সহ নজর কারা পূজো গুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার ত্রিধারা সংঘের কালি পূজা। এবারে তাদের পুজো ৪১ তম বর্ষে পর্দাপন করেছে। প্রতি বারের ন্যায় এবারের পূজায় কোন খামতি রাখতে চায়না পূজা উদ্যক্তারা। এবারে তাদের পূজা মণ্ডপ তৈরী হচ্ছে কানপুরের ইসকন মন্দিরের আদুলে। পূজা মন্ডপের তৈরীর দায়িত্বে আছেন মেদিনীপুরের শিল্পীরা।তাদের শ্যমা মাকে দেখা যাবে তিনটি রুপে যেমন একটি সাবিকি রুপে দেখা যাবে তার সাথে সাথে বাকি দুটি রুপ থাকবে রামায়নের কিছুটা অংশ, শিবের বিশ পানের পরর্বতী মুহুর্ত তুলে ধরা হবে। শ্যামা মাকে তিনটি রুপে ফুটিয়ে তোলার দায়িত্বে রয়েছে দক্ষিন দিনাজপুর জেলার হরিরামপুরের মৃত শিল্পী। চন্দন নগরের আদলে চোখ ধাদানো ডিজিটাল আলোক শয্যা বলে জানান ত্রিধারা সংঘের সম্পাদক সুজিত সরকার। তিনি আর বলেন তাদের পূজোর তিনি দিন ধরে চলবে বসে আকো প্রতিযোগীতা, নৃত্য প্রতিযোগীতা সহ আরো বিভিন্ন ধরনের প্রতিযোগীতা মূলক কর্মসূচীর আয়োজন করা হবে। শুধু তাই নয় সাধারন মানুষের মনোরঞ্জনের জন্য তিন দিন ধরে হবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন দার্জিলিং থেকে শেকশোফন গ্রুপ, পশ্চিমবঙ্গের প্রথম সারির মহিলা লোক সঙ্গীত শিল্পির দ্বারা সঙ্গীত পরিবেশন হবে এবং থাকছে ডিজে রিমিক্স।তাদের প্রতিমা থাকবে ভ্রাতৃদ্বিতীয়া পর্যন্ত।  তাদের দাবি শুধু জেলার নয় জেলা পেরিয়ে আশে পাশের জেলা গুলি থেকে লক্ষাধিক বেশি মানুষের সমাগম হয় পূজোর দিন গুলিতে।তাদের সেই ভাবে বাজেট নির্ধারিত না হলেও আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকা ধরা হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। তার পরেই মানুষের ঢল নামবে পূজো মণ্ডপে।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan