আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

উত্তর দিনাজপুরের রাধিকাপুর দিয়ে বাংলাদেশে রেলপথ সংযোগের উদ্যোগ রেল দপ্তরের

ওয়েব ডেস্কঃ- এক দশকের বেশি অপেক্ষার পর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর দিয়ে বাংলাদেশের রেলপথ সংযোগ স্থাপনের উদ্যোগ নিল রেল দপ্তর। শুরু হবে ভারতের রাধিকাপুর থেকে বাংলাদেশের বিরল পর্যন্ত আন্তঃ পরিবর্তন রুটের সংযোগ সহায়তার কাজ। রেল গুমটি নির্মান,সড়ক উন্নয়ন এবং শুল্ক দপ্তর নির্মানের কাজের জন্য টেন্ডার আহ্বান বিজ্ঞপ্তি জারি করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মান বিভাগ। গত ৬ জুলাই রাধিকাপুর থেকে বাংলাদেশের বিরলের মধ্যে রেলপথ সংযোগ সহ অন্যান পরিকাঠামো গড়তে ১ কোটি ৭৯ লক্ষ ৯০ হাজার ৫০৪ টাকার মূল্যের টেন্ডার করেছে রেল দপ্তর ।আগামী আগষ্ট মাসে এই টেন্ডার প্রক্রিয়া শেষ করে পূজার আগেই দুই দেশের মধ্যে রেল পথের কাজ শুরু হতে পারে বলে রেল সুত্রের খবর। এই কাজের জন্য ৪ মাসের সময় সীমা ধার্য করা হয়েছে। ফলে আশা করা হচ্ছে ২০১৭ সালের শুরুতেই এই কাজ শেষ হতে পারে। রেল পথের কাজ শেষ হলে সার্ক চুক্তির অনুসারে ভারত হয়ে নেপালের সাথে বংলাদেশের বাণিজ্যিক পণ্য আদান প্রদান চালু হওয়া সময়ের অপেক্ষা। কারণ রাধিকাপুর দিয়ে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশে পণ্য পরিবহন চালু ছিল রেল পথে। স্বাধীনতার অনেক আগে অবিভক্ত ভারতের এই অংশে রেল পথ স্থাপন করেছিল ব্রিটিশ সরকার। ১৯২৭ সালে বিহারের কাটিহার থেকে বারসই তৎকালীন বাংলার পশ্চিম দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ হয়ে রাধিকাপুর দিয়ে বিরল পর্যন্ত চালু ছিল রেল যোগাযোগ। স্বাধীনতার আগে এই পথে যেমন চলতো যাত্রিবাহী ট্রেন,তেমনি চলতো পণ্যবাহী ট্রেন। ১৯৪৭ সালে স্বাধীনতার পর অনেক দিন চালু ছিল যাত্রিবাহী ট্রেন । এছাড়া এই রুটে পণ্যবাহী ট্রেন চলতো ২০০৪ সাল অবধি। গেজ বদলের কারণে ২০০৪ সালের পর থেকে রাধিকাপুর দিয়ে নেপাল,ভারত,বাংলাদেশ পণ্যবাহী ট্রেনে বন্ধ রয়েছে। পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও রাধিকাপুর দিয়ে চালু আছে দুই দেশের মানুষের যাতাযাত বৈধ পাস পোর্ট ও ভিসা দিয়ে প্রতিদিন রাধিকাপুর ইমিগ্রেসন চেক পোষ্ট ব্যবহার করে মানুষ যাতাযাত করে । রাধিকাপুর TATION_01 রেল দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার চেম্বার অফ কর্মাসের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু এবং কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা। উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর দিয়ে বাংলাদেশে পণ্য পরিবহন চালুর লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলের এই পদক্ষেপে জেলার ব্যবসায়ী উন্নয়ন ঘটবে বলেছেন বাণিজ্যিক সংগঠনের নেতৃত্ব। গেজ পরিবর্তের সাথে সাথে বন্ধ হয়ে থাকা এই পথে ফের পণ্যবাহী ট্রেন চালুর আবেদন জানিয়েছিল দীর্ঘদিন ধরে। বারবার রেলের কাছে দরবার করে আসছে চেম্বার আফ কর্মাস সহ অন্যান বাণিজ্যিক সংগঠন। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে এই দাবি ছিল শেষ পর্যন্ত ভারতীয় রেল দপ্তর বাকি অংশ জুড়তে লাইন পাতার কাজ চালুর সিদ্ধান্তে খুশি সব মহলে । পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলে ফের বদলে যাবে রাধিকাপুর এলাকার চেহারা।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan