আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

ইটাহার এলাকায় বাস স্টপেজের দাবিতে জাতীয় সড়ক অবরোধ পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের

ওয়েব ডেস্কঃ- বাস স্টপেজের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার এলাকার শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকেরা। সোমবার ১১ টা নাগাদ শ্রীপুরে বানবোল হাই স্কুল, ভাটিন গ্রাম হাই মাদ্রাসা ও বানবোল গার্লস হাই স্কুলের পাশাপাশি স্থানীয় একাধিক প্রাইমারি স্কুলের হাজারেরও বেশি ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় শ্রীপুর স্ট্যান্ডে জমায়েত হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, রায়গঞ্জ-মালদা রুটের সমস্ত বাসকে শ্রীপুরে যাত্রী ওঠা-নামার জন্য দাঁড়াতে হবে।বানবোল উচ্চ বিদ্যালয়ের একজন ভারপ্রাপ্ত শিক্ষক জানান বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক  শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা রায়গঞ্জ এলাকা থেকে আসে। আর মালদা - রায়গঞ্জ গামী কোনো বাসই শ্রীপুরে দাঁড়ায় না। তাই শিক্ষক  শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের লোকাল বাসে বা ট্রেকারে ঝুলে আসতে হয়। এই কারনে বিদ্যালয়ে সময়মতো আসা সম্ভব হয় না। একাধিকবার জেলা বিদ্যালয় পরিদর্শক থেকে শুরু করে পরিবহন দপ্তর ও জেলা প্রশাসনকে চিঠি লিখে এই দাবির কথা জানানো হয়েছে। কিন্তু তাতে কোনো কর্নপাতই করেনি প্রশাসন। অপরদিকে ঘটনাস্থলে ছুটে আসেন ইটাহার থানার ওসি এন্টি ভুটিয়া। তিনি শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের বুঝিয়ে বলেন ও চলতি সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। ফলে এক ঘন্টার মধ্যে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan