আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

হেমতাবাদ, কালিয়াগঞ্জ থানার পুলিশ পথে নামল নো হেলমেট নো পেট্রোল ফেস্টুন নিয়ে

ওয়েব ডেস্কঃ- বাইক চালকদের সচেতন করতে রবিবার সকালে "নো হেলমেট নো পেট্রোল" ফেস্টুন নিয়ে পথে নামলো হেমতাবাদ থানার পুলিশ। এদিন সকালে হেমতাবাদ থানার ওসি মনোজিত দাসের নেতৃত্বে বাইক নিয়ে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা "নো হেলমেট নো পেট্রোল" ফেস্টুন নিয়ে গোটা হেমতাবাদ এলাকা পরিক্রমা করে। এছাড়াও হেলমেট বিহীন বাইক চালকদের বোঝানোর চেষ্টা করেন নিজের ও পরিবারের লোকেদের জন্য বাইক চালানোর সময় হেলমেট পড়া কতটা জরুরি। ইতিমধেই রাজ্য সরকারের নির্দেশে হেমতাবাদ থানার অন্তর্গত সমস্ত পেট্রোল পাম্প গুলিতে "নো হেলমেট নো পেট্রোল" লেখা পোস্টার দেওয়া হয়েছে। হেমতাবাদ থানার তরফে চলেছে কড়া নজরদারি।
     অপরদিকে শনিবার সকালে কালিয়াগঞ্জ থানার উদ্যোগে শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতির ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে পথে নামেন কালিয়াগঞ্জ থানার পুলিশ কর্মীরাও। এদিন আইসি মনোজ চক্রবর্তীর নেতৃত্বে বাইক নিয়ে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা "নো হেলমেট নো পেট্রোল" ফেস্টুন নিয়ে গোটা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। বিবেকানন্দ মোড়ে পুলিশ কর্মী ও  শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতির শতাধিক ছাত্র ছাত্রীরা হেলমেট বিহীন বাইক চালকদের চকলেট হাতে দিয়ে বোঝানোর চেষ্টা করেন। একই সাথে কালিয়াগঞ্জ থানার তরফে চলেছে কড়া নজরদারি। 

Share this:

Post a Comment

 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan